• DHAKA-BANGLADESH
  • +8801711000000
  • info@surveyfoundation.org

সার্চ লাইভ ইঞ্জিনে বাংলা ভাষা

চলতি বছরে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল সক্রিয় করেছে সার্চ লাইভ নামে নতুন পরিষেবা। যার মাধ্যমে গ্রাহক গুগলকে তাদের যে কোনো প্রশ্ন সরাসরি করতে পারবেন। বিপরীতে গুগল থেকে পাওয়া যাবে মৌখিক উত্তর। গুগলে কোনো কিওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজার বদলে মুখে কথা বলেই যে কোনো তথ্য জেনে নেওয়া যাবে। যুক্তরাষ্ট্রে প্রথম এই পরিষেবা পরীক্ষা করে গুগল উন্নয়ক দল।

কিছুদিন আগে ভারতে তা চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ভারতে এই পরিষেবা চালু করেছে মার্কিন প্রযুক্তি গুরু গুগল। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মের গ্রাহক সার্চ লাইভ পরিষেবার সুবিধা নিতে পারবেন। বাংলা ভাষা ছাড়াও ছয়টি ভাষায় এই পরিষেবা ঘোষণা করেছে গুগল। যার মধ্যে রয়েছে– বাংলা, মালয়ালাম, মারাঠি, তামিল, কন্নড়, তেলেগু আর উর্দু। হিন্দি ও ইংরেজি ভাষায়ও এই পরিষেবা মিলবে। গুগল কর্তৃপক্ষ বলছে, কিছুদিনের মধ্যেই এই পরিষেবা পেয়ে যাবেন অধিকাংশ গ্রাহক।

সার্চ লাইভ কী

সার্চ লাইভে গুগলকে সরাসরি প্রশ্ন করতে ও তার কাছ থেকে তাৎক্ষণিক ও মৌখিকভাবে সদুত্তর পেতে সহায়তা করে। টাইপ করে গুগল সার্চ করে লিঙ্ক অনুসন্ধান করার বদলে আগ্রহী যে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করার সুবিধা পাবেন। কৌশলগত এমন পদ্ধতিতে স্বাভাবিক কথোপকথনের অভিজ্ঞতা মেলে।

যেভাবে ব্যবহার করবেন

অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের ডিভাইসে গুগল অ্যাপ সবার আগে আপডেট করতে হবে। গুগল অ্যাপে প্রবেশ করে লাইভ আইকনে ট্যাপ করতে হবে। সার্চ বারের ঠিক নিচেই থাকবে এই আইকন। সেখানে ট্যাপ করে যে কেউ সার্চ লাইভ ব্যবহার করার সুবিধা পাবেন। গুগল লেন্সে প্রবেশ করে এই ফিচার ব্যবহার করতে পারবেন। সুবিধাটি পেতে গুগলকে ডিভাইসের মাইক্রোফোন ও ক্যামেরার প্রবেশাধিকার (অ্যাকসেস) অবশ্যই দিতে হবে।